‘‘জিয়াউলের আইনজীবীর অভিযোগ, প্রসিকিউশন ‘মনের মাধুরী’ মিশিয়ে কথা বলেন‘‘

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন‍্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন মিডিয়ার সামনে ‘মনের মাধুরী’ মিশিয়ে কথা বলেন বলে অভিযোগ করেছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বোন ও তার আইনজীবী নাজনীন নাহার। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালে মামলার শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  নাজনীন নাহার বলেন, অভিযোগ প্রমাণের আগেই আটকদের অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের খালাস চেয়ে আবেদনের শুনানি করেন তিনি। সে বিষয়ে নাজনীন নাহার বলেন, এই ট্রাইব্যুনালে এসব মামলা চলতে পারে কিনা, তা নিয়ে আমরা প্রশ্ন রেখেছি। কারণ, এটি হচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, যা ১৯৭৩ সালে গঠিত হয়েছে। এই ট্রাইব্যুনাল গঠন হয়েছিল মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য। কিন্তু এখনকার মামলাটি হচ্ছে জুলাই-আগস্ট হত্যার ঘটনায়। এটি রাজনৈতিক বিষয়। এখানে কোনও যুদ্ধের বিষয় নেই। সেজন্যই আমরা এই ট্রাইব্যুনালের বৈধতা চ্যালেঞ্জ করে পিটিশন দিয়েছি। আমরা আরও বলেছি, এই ট্রাইব্যুনালের এই মামলা পরিচালনা করার কোনও ক্ষমতা নেই। একইসঙ্গে এই মামলার যারা বিচারক রয়েছেন, তাদের হাইকোর্টেই থাকা উচিত— এই মামলার বিচারকার্যে নয়। এই বিচার করার কোনও এখতিয়ার তাদের নেই। 

নাজনীন নাহার অভিযোগ করেন, এই আদালতে এসব মামলা চলতে পারে না। তাই অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতির আবেদন করা হয়েছে। আমরা আদালতের আদেশে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাবো।

  • রিলেটেড পোস্ট

    ১৫ লাখ টাকা দামের ছাগল কিনে বিপদে এনবিআর কর্মকর্তার ছেলে তিনি।

    এবার একটা ছাগলের দামই ১৫ লাখ টাকা। এবারের কোরবানি ঈদে ছাগলটি কোরবানি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর…

    আরো পড়ুন

    স্ত্রী ভেবে শ্যালিকাকে নিয়ে ১১ মাস সংসার, ৮ মাস পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য।

    শ্যালিকাকে স্ত্রী ভেবে ১১ মাস সংসার করেছেন শাকিল নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে। স্ত্রীর কাছ থেকে তালাকনামা পেয়ে দেখেন তালাক তাকে স্ত্রী আয়েশা দেননি, দিয়েছেন…

    আরো পড়ুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    গ্যালারী

    • ফেব্রুয়ারি ৯, ২০২৫
    আওয়ামী লীগ সরকার হটাতে মার্কিন নীলনকশার গোপন নথি ফাঁস
    • জানুয়ারি ২৭, ২০২৫
    অবৈধ সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না: এ আরাফাত
    • জানুয়ারি ২২, ২০২৫
    সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের জয়জয়কার।
    • জানুয়ারি ২০, ২০২৫
    ‘‘জিয়াউলের আইনজীবীর অভিযোগ, প্রসিকিউশন ‘মনের মাধুরী’ মিশিয়ে কথা বলেন‘‘
    • জানুয়ারি ২০, ২০২৫
    ‘‘এখন থেকে যুক্তরাষ্ট্রের সোনালি যুগ শুরু হলো‘‘
    • জানুয়ারি ২০, ২০২৫
    র‍্যাব, পুলিশ ও আনসারের নতুন পোশাক