১৫ লাখ টাকা দামের ছাগল কিনে বিপদে এনবিআর কর্মকর্তার ছেলে তিনি।

Spread the love

এবার একটা ছাগলের দামই ১৫ লাখ টাকা। এবারের কোরবানি ঈদে ছাগলটি কোরবানি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের ছেলে তিনি।

শুধু ১৫ লাখ টাকার ছাগলটিই নয়, ৩৭ লাখ টাকা খরচ করে ইফাত কিনেছেন আরও চারটি গরু। সব মিলিয়ে ৫২ লাখ টাকায় কোরবানি দিলেন তিনি। এদিকে মতিউর রহমান নামে এই কর্মকর্তার ছেলের জন্য এমন কোরবানি দেওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়, গেল বছরও কোরবানি দিয়েছিলেন ৬০ লাখ টাকার পশু। তবে সেবার বিষয়টি সামনে আসেনি।

খোঁজ নিয়ে জানা যায়, দেশের আলোচিত সাদিক এগ্রো থেকে ২৬ লাখ টাকায় ছাগল ও একটি গরু ক্রয় করেছেন ইফাত। বাকি তিনটি গরু তিনি কিনেছেন ২৬ লাখ টাকায়। এতো টাকায় কোরবানি পশু কিনলেও এর আগে আলোচনায় আসেননি তিনি। এবার সাদিক এগ্রোর ভাইরাল ছাগল কিনে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত। তবে এতে বিপাকে পড়ে গেছেন তার বাবা মতিউর রহমান। তার আয়ের উৎস নিয়ে উঠে গেছে প্রশ্ন।

কোরবানির আগে সাদিক এগ্রো থেকে কেনার পর প্রথমে ছাগলটি ধানমন্ডির ৮ নাম্বার সড়কের ৪১/২ নম্বর বাসা ইমপেরিয়াল সুলতানা ভবনের নীচ তলায় রাখেন ইফাত। কিন্তু তার সাক্ষাৎকারের জন্য যাওয়া হলে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ছাগলটি। পাশাপাশি ইফাতের ফেইসবুক প্রোফাইল লক করে বন্ধ করে দেওয়া হয় তার ব্যবহৃত ফোন নাম্বারটি। ইফাত সেইসঙ্গে নিষ্ক্রিয় করে ফেলেন নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।

ইফাতের ধানমন্ডির বাসায় গেলে সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা বলেন, ছাগলটি মোহম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চারটি গরুসহ কয়েকটি ছাগল সেখানে দেখতে পাওয়া গেছে। ইফাতের সঙ্গে কথা বলতে চাইলে সুযোগ নেই বলে চলে যেতে বলেন নিরাপত্তা কর্মীরা। তবে ইফাতের বক্তব্য না পাওয়া গেলেও সাদিক এগ্রোর কর্ণধার মো. ইমরান তার কাছে ছাগল বিক্রির সত্যতা নিশ্চিত করেন।

  • রিলেটেড পোস্ট

    নতুন দলের নেতার বিরুদ্ধে ৪০০ কোটি টাকা কমিশন-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ।

    Spread the love

    Spread the loveচলতি বছরে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে এনসিটিবির কয়েকজন কর্মকর্তাসহ গাজি সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। স্ট্যাটাসে তানভীরকে নতুন দলের নেতা…

    আরো পড়ুন

    শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো নিয়ে বক্তব্য স্বাধীন বিচার ব্যবস্থায় হস্থক্ষেপের সামিল।

    Spread the love

    Spread the love

    আরো পড়ুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    গ্যালারী

    • মার্চ ১০, ২০২৫
    নতুন দলের নেতার বিরুদ্ধে ৪০০ কোটি টাকা কমিশন-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ।
    • মার্চ ৫, ২০২৫
    শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো নিয়ে বক্তব্য স্বাধীন বিচার ব্যবস্থায় হস্থক্ষেপের সামিল।
    • মার্চ ৩, ২০২৫
    বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত
    • মার্চ ২, ২০২৫
    বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
    • ফেব্রুয়ারি ২০, ২০২৫
    ভাড়াটিয়াদের সরে যেতে এসপির নোটিশ, হুইপের বাড়ী পোড়াবে ছাত্র জনতা।
    • ফেব্রুয়ারি ৯, ২০২৫
    আওয়ামী লীগ সরকার হটাতে মার্কিন নীলনকশার গোপন নথি ফাঁস